জীবন ঠিক কতোটা অনিশ্চিত, তার প্রমাণ আরও একবার পেল দেশবাসী। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল সারাভাই ভার্সাস সারাভাই খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের। অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে।
সারাভাই ভার্সাস সারাভাই ধারাবাহিকে 'জ্যাসমিন'-এর চরিত্রে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন বৈভবী। ৩২ বছরের অভিনেত্রীর মৃত্যুর খবর প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন জনপ্রিয় টিভি শো'টির প্রযোজক জেডি ম্যাজেঠিয়া।
উত্তর ভারতে গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে। অভিনেত্রীর মুম্বইয়ের বাড়িতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ২৪ মে।