শেষ হয়েছে দাদাগিরি । এবার জি বাংলায় শুরু হচ্ছে 'সারেগামাপা' । তবে, শো-এ রয়েছে অন্য চমক । এবার সারেগামাপা-এর নামের সঙ্গে জুড়েছে লেজেন্ডস শব্দটাও । এটি সম্পূর্ণ একটি নতুন শো । কোনও অডিশন নেই, নেই কোনও নতুন শিল্পীদের প্রতিযোগিতা । সারেগামাপা লেজেন্ডস-এ অংশ নেবেন বাংলা ও মুম্বইয়ের জনপ্রিয় শিল্পীরা । যেখানে গানে গানে শ্রদ্ধা জানানো হবে কিশোর কুমার, রাহুল দেব বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের ।
সারেগামাপা-এর মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা যায় আবিরকে । তবে, নতুন শোয়ের সঞ্চালক কিন্তু অনির্বাণ চট্টোপাধ্যায় । ১১ মে থেকে শুরু হচ্ছে নতুন শো । প্রত্যেক সপ্তাহে শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে । সুরে সুরে মাতাবেন জয় মুখোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, জাভেদ আলি থেকে দেবজিৎ সাহা, সপ্তক, অনীক ধরেরা । তাঁদের কণ্ঠে বাজবে কিশোর কুমার, আর ডি বর্মণ থেকে মহম্মদের রফিদের স্বর্ণযুগের গান ।
জানা গিয়েছে, 'সারেগামাপা লেজেন্ডস' কোনও প্রতিযোগিতা নয় । এটা সম্পূর্ণ একটি মিউজিক ইভেন্ট । এই শো শেষ হলেই শুরু হবে সারেগামাপা । এই মুহূর্তে জোরদকমে অডিশন চলছে ।