Satyajit Ray: শুধু কি সৌমিত্র? সন্তোষ দত্ত থেকে করুণা বন্দ্যোপাধ্যায়রা তো সত্যজিতেরই আবিষ্কার

Updated : May 02, 2024 06:16
|
Editorji News Desk

বিশ্বের দরবারে বাংলা সিনেমার কপালে জয়তিলক এঁকে দিয়েছেন যে মানুষটি, তাঁর কাছে বাঙালির কৃতজ্ঞতার তো অন্ত নেই৷ তিনি সত্যজিৎ রায়। সত্যজিতের ছবির সঙ্গে প্রায় একাত্ম হয়ে গিয়েছিল এক কিংবদন্তি অভিনেতার নাম। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। ৬ দশকের কেরিয়ারে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র। কিন্তু সত্যজিতের সঙ্গে তাঁর যুগলবন্দি মানেই ম্যাজিক।

 ফেলুদার স্রষ্টার সঙ্গে পর্দার ফেলুদার রসায়ন সত্যিই অন্যরকম ছিল। কখনও অপু, কখনও ফেলুদা, কখনও আবার উদয়ন পণ্ডিত- দুই দীর্ঘদেহী বাঙালির যুগলবন্দি বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে, করে তুলেছে চিরকালীন।

সত্যজিতের ২৯টি ছবির মধ্যে ১৩টিতেই অভিনয় করেছেন সৌমিত্র। মধ্যবিত্ত অপূর্বকুমার রায় থেকে তীক্ষ্ণধী প্রদোষ সি মিটার 'ফেলুদা'- সত্যজিৎ রায়ের হাত ধরে সৌমিত্র হয়ে উঠেছেন বাঙালির চিরকালের সঙ্গী৷ শোনা যায়, সৌমিত্রকে ভেবেই ফেলুদা চরিত্রটি তৈরি করেছিলেন সত্যজিৎ৷ 

বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালকের ছবির গুণগত মান নিয়ে আলোচনা এক ধৃষ্টতা। তবে, যে দিকটি নিয়ে অপেক্ষাকৃত কম চর্চা হয়ে থাকে, তা হল সত্যজিতের অভিনেতা বাছাই ক্ষমতা। বাংলা- সিনেমার জগতে বেশ কিছু দিকপাল অভিনেতা অভিনেত্রীরা আড়ালেই থেকে যেতেন, যদি না সত্যজিতের (Satyajit Ray films) ছবিতে তাঁরা অভিনয়ের সুযোগ পেতেন। রইল সে রকম দু'এক জনের কথা। 

সন্তোষ দত্ত

নামটা উচ্চারণ করলেই যে ছবি ভেসে ওঠে আপনার মনে, বুকে হাত রেখে বলতে পারবেন, তা সত্যজিতের ছবির (Satyajit Ray films) চরিত্রে দেখা সন্তোষ দত্ত নয়? পারবেন না। সোনার কেল্লা, জয়বাবা ফেলুনাথের জটায়ুই হোক, হীরক রাজার দেশের বিজ্ঞানী, কিমবা গুপি গায়েন বাঘা বায়েন, সমাপ্তি, পরশ পাথর একের পর এক ছবিতে সন্তোষ দত্তের অভিনয় বাঙালিকে আচ্ছন্ন করে রেখেছে। 

করুণা বন্দ্যোপাধ্যায়

একবার পথের পাঁচালি (Pather Panchali) দেখার পর উপন্যাসটা পড়তে শুরু করবেন? সর্বজয়া হিসেবে করুণা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে ভাবতে পারবে বাঙালি? পথের পাঁচালী ছাড়াও, অপরাজিত, কাঞ্চঞ্জঙ্ঘায় করুণা বন্দ্যোপাধ্যায় অনবদ্য।

কামু মুখোপাধ্যায়

আবারও এক আইকনিক চরিত্র। সোনার কেল্লার যতটাই ফেলুদা- তোপসের, ততটাই মন্দার বোসের। মন্দার বোস আর কামু মুখোপধ্যায় যেন সমার্থক। সোনার কেল্লার ছাড়াও সত্যজিতের একাধিক ছবিতে, নায়ক (Satyajit Ray 101), গুপি গাইন বাঘা বাইন, নায়ক, একের পর এক ছবিতে নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন কামু মুখোপাধ্যায়। 

তুলসী চক্রবর্তী

বাংলা চলচ্চিত্রের এক কম আলোচিত, প্রতিভার নাম। সত্যজিতের পরশ পাথর (Satyajit Ray films) ছবিতে তুলসী চক্রবর্তীর অভিনয় বিশ্বমানের। অন্যান্য পরিচালকের ছবিতেও নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন তুলসী চক্রবর্তী। তবে তাঁর পরশ পাথর বাংলা ছবির একটি মাইলফলক। এছাড়া পথের পাঁচালীর পন্ডিত্মশায়ের চরিত্রেও তুলসী চক্রবর্তীর কোনও বিকল্প নেই। 

Satyajit Ray

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন