বছরভর সারা দেশে পালিত হয়েছে সত্যজিৎ রায়ের শতবর্ষ। সবে ১০১ বছরের জন্মদিন পেরলো, এখনও চারপাশজুড়েই সত্য-দর্শন। আর এরই মধ্যে আরও একটা মন ভাল করা খবর। মে মাসের শেষে অনুষ্ঠিত হতে চলা 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Cannes Film Festival) দেখানো হবে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি 'প্রতিদ্বন্দ্বী' (‘Pratidwandi’ (The Adversary)।
সম্প্রতি 'জাতীয় চলচ্চিত্র সংরক্ষণাগার' দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে এই ছবি। এই ছবিটি চলচ্চিত্র উৎসবের 'ক্লাসিক' বিভাগে প্রদর্শিত হবে। জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র।
কীভাবে জন্ম হয় ধর্ষকের? অস্বস্তিকর সত্যি সামনে আনে অপর্ণা সেনের ছবি 'The Rapist'
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয় 'প্রতিদ্বন্দ্বী'। ১৯৭১ সালে এই ছবি তিনটি ভারতীয় জাতীয় পুরস্কার পায়। যার মধ্যে শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় পুরস্কারও ছিল।
সত্যজিৎ রায়ের 'ক্যালকাটা ট্রিলজি'র প্রথম ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়। অন্য দুটি ছবি হল ১৯৭১ সালের 'সীমাবদ্ধ' ও ১৯৭৫ সালের 'জন অরণ্য'।