আন্তর্জাতিক সিনেমার সেরা ১০০-র তালিকায় বহুবার এসেছে এই ছবি, একমাত্র ভারতীয় ছবি হিসেবে। সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী'।
G20 দেশগুলির সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদান বাড়ানোর জন্য একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার (IIC) এবং বিদেশ মন্ত্রকের G20 সচিবালয়। ১৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা ওই চলচ্চিত্র উৎসব। উদ্বোধন করবেন আরও এক বাঙালি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)।
'পথের পাঁচালী' ছাড়াও ১৬টি পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক সিনেমা দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে।
আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে জি ২০ সামিট।