এই প্রথম বাংলা ছবিতে দেখা যাবে অভিনেত্রী সায়নী গুপ্তাকে। 'মার্গারিটা উইথ আ স্ট্র', আর্টিকল ১৫, শেরদিল খ্যাত অভিনেত্রী নিজে বাঙালি হলেও বাংলা ছবিতে কাজ করা হয়নি এর আগে। 'অসুখ বিসুখ' ছবির মহরতে কলকাতা আসছেন সায়নী। ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
কমেডি ধর্মী ছবি, অন্যান্য চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং ইশা সাহা। অঙ্কুশ এবং ইশার সঙ্গেও এই প্রথম কাজ করছেন কৌশিক। ছবির পরিচালনা কৌশিকের হলেও স্ক্রিপ্ট লিখছেন তাঁর পুত্র উজান গঙ্গোপাধ্যায়।
চিকিৎসা ক্ষেত্রে নানা বিভ্রাট, নানা অভিজ্ঞতা নিয়েই এগোবে ছবির গল্প, প্রযোজনায় শ্যাডো ফিল্মস।