বাংলা ছবির জন্য আনন্দের খবর। গোয়ায় অনুষ্ঠিত হতে চলা ইফি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় বিশেষ সম্মান পেল বাংলা ছবি 'রবীন্দ্র কাব্য রহস্য'।
রবীন্দ্রনাথ জীবনের যে অংশ বিলেতে কাটিয়েছিলেন, সেই সময়ের প্রেক্ষাপটে এ ছবির গল্প। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। ছবিতে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়।
ইউনেস্কো গান্ধী মেডেল পুরস্কারের জন্য মনোনীত হওয়া একমাত্র বাংলা ছবি এটি। ইফির ইন্ডিয়ান প্যানোরোমা বিভাগে নির্বাচিত হওয়া তিনটি ছবির মধ্যেও একটি রবীন্দ্র কাব্য রহস্য।