প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray) বাঙালির কাছে একটি আবেগের নাম। গত বছর তাঁর জন্মশতবর্ষ পেরিয়েছে। সত্যজিৎ বাঙালির গর্ব তো বটেই, সারা ভারতেরই গর্ব। আন্তর্জাতিক সিনেমার আলোচনা তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তাঁকে নিয়ে চর্চায় মশগুল আপামর দেশবাসী। তবে এত আলোচনার মাঝেও অস্কারজয়ী পরিচালকের জীবনের নানা তথ্য, নানা ঘটনা যেন একটু আড়ালেই রয়ে গিয়েছে।
আজ আমাদের দর্শক পাঠকদের জন্য রইল সেরকমই কিছু তথ্য
চার্লি চ্যাপলিন (Charlie Chaplin) ছাড়া সত্যজিৎ রায়-ই একমাত্র চলচ্চিত্র পরিচালক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যাকে সাম্মানিক ডিগ্রি দিয়েছে।
হালে সিনেমার প্রচারের একটা বড় অংশ হয়ে উঠেছে টিজার। পথের পাঁচালী (Pother Pachali) ভারতের প্রথম ছবি, যা প্রেক্ষাগৃহে মুক্তির আগে টিজার ক্যাম্পেন হয়েছিল।
সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত দেবী (Debi) ছবিটিতে ছবি বিশ্বাসের কণ্ঠে একটি শ্যামা সঙ্গীত ব্যবহার করা হয়েছিল, যা পরিচালক নিজেই লিখেছিলেন।
প্রথম ছবি পথের পাঁচালী তৈরির আগে ফরাসী পরিচালক জাঁ রেনোয়ার (Jean Renoir) দ্য রিভার (The River) ছবিটির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সত্যজিৎ।
পরিচালনা নিয়ে ভীষণ খুঁতখুঁতে স্বভাবের অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ নিজেই জানিয়েছিলেন, 'চারুলতা' (Charulata)-ই তাঁর একমাত্র ছবি, যা আবার নতুন করে বানাতে হলে ঠিক একইরকম বানাবেন।
জওহরলাল নেহরুর ডিসকভারি অফ ইন্ডিয়া' (Discovery Of India), জিম করবেটের 'ম্যান ইটার্স অফ কুমায়ুন' (Maneaters of kumayun) -এর মতো ভারতবিখ্যাত বইগুলির পচ্ছদ অঙ্কনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ রায়।
সত্যজিৎ রায়ের অভিযান ছবিটি দেখে ঋত্ত্বিক ঘটক (Hrittik Ghatak) অভিযোগ করেছিলেন ছবির বেশ কিছু অংশ তাঁর পরিচালিত অযান্ত্রিক ছবির নকল।