'দেখো রে নয়ন মেলে, জগতের বাহার'৷ সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে গুপীর গান ৷ যাঁর গলার সুরে, আর বাঘার ঢোলে সম্মোহিত হওয়ার বর দিয়েছিলেন (Satyajit Ray) স্বয়ং ভূতের রাজা৷ গল্পটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর৷ আর ভূতের রাজার আশীর্বাদে গুপীর গলায় গান শুনিয়েছিলেন উত্তরসূরি সত্যজিৎ রায় (Satyajit Ray 101)৷
নয়ন মেলে দেখতে শিখিয়েছিলেন যিনি জগৎটাকে, বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র (Satyajit Ray films) জগতে, এমনকি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও ৷ সেই চলচ্চিত্র জাদুকর, লেখকের জন্মশতবার্ষিকী পালন শুরু হয়েছিল গত বছর থেকেই৷ ১৯২১ সালের ২ মে জন্মগ্রহণ করেন তিনি (Satyajit Ray)৷ তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন সাংস্কৃতিক মহলে গত এক বছরের বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে বহু অনুষ্ঠান। চলতি বছরের জন্মদিনটিও তার ব্যতিক্রম নয়।
আরও পড়ুন: 'একবার বিয়ে হওয়ার সম্ভাবনা ছিল না, হল দু'বার', সত্যজিৎ ও বিজয়ার প্রেম হার মানায় সিনেমাকে
বাঙালির দেশজ জীবনের শিকড় ছুঁতে পেরেছিলেন সত্যজিৎ(Satyajit Ray) তাঁর প্রথম ছবি পথের পাঁচালী-তে, বিশ্বময় পৌঁছে দিতে পেরেছিলেন সেই শিল্পবোধ, নিজস্ব চলচ্চিত্রভাষায়।
জীবনপ্রান্তে এসে তাঁর এই শিল্প-পরিক্রমার কথা লিখেছিলেন সত্যজিৎ রায় (Satyajit Ray 101), ১৯৯১-এর ১ অগস্ট দ্য গার্ডিয়ান পত্রিকায়, হোম অ্যান্ড দ্য ওয়র্ল্ড শিরোনামে। জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর এমন আরও রচনা দুই মলাটে সঙ্কলিত করে, সত্যজিৎ রায় (Satyajit Ray) সোসাইটি-র সঙ্গে যৌথ উদ্যোগে ‘পেঙ্গুইন বুকস’ তাঁর জন্মমাসে ‘দ্য পেঙ্গুইন রে লাইব্রেরি’ থেকে প্রকাশ করছে বই 'রে মিসেলেনি'।
আরও পড়ুন: বাইসাইকেল থিভস থেকে গোল্ড রাশ, এইসব বিদেশি ছবিই সত্যজিৎ-কে এনেছিল সিনেমার জগতে
‘সত্যজিৎ রায় জন্মশতবর্ষ উদ্যাপন কমিটি’-র উদ্যোগে ২ মে সত্যজিতের (Satyajit Ray) জন্মদিনে কলামন্দিরে সন্ধ্যা ৬টায় তাঁর জীবন ও শিল্প নিয়ে হচ্ছে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সত্যের জিৎ’। প্রকাশিত হবে সত্যজিৎ রায়কে নিয়ে দেশ-বিদেশের বিশিষ্টজনের লেখায় ঋদ্ধ স্মরণ-সঙ্কলন। উদ্যাপন কমিটির পক্ষে কমলেশ্বর মুখোপাধ্যায় জানালেন, সে দিন সন্ধ্যায় ‘সত্যজিৎ স্মারক বক্তৃতা’দেবেন আদুর গোপালকৃষ্ণন।
ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় ‘এখনও গুপি বাঘা’ নামের একটি ডান্স থিয়েটারও উপস্থাপিত হবে। এছাড়া সত্যজিৎ (Satyajit Ray 101) স্মারকগ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধনও হবে ওইদিন কলামন্দিরেই। থাকবে সত্যজিতের কর্মজীবন নিয়ে একটি চিত্র প্রদর্শনী।