'জওয়ান'-এ রয়েছে অরিজিতের গান! স্বয়ং কিং খান এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার জানালেন এই কথা। টুইটারে 'আস্কএসআরকে' সেশন অত্যন্ত জনপ্রিয়। এই সেশনের মাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি কথোপকথন চালান শাহরুখ খান। অনেকের প্রশ্নের উত্তরও দেন। তেমনই এক ভক্ত প্রশ্ন করেছিলেন, 'জওয়ান'-এ কি অরিজিৎ সিং-এর গান রয়েছে? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতা করে শাহরুখ খান জানান, 'অবশ্যই! যেখানে আমি আছি সেখানে অরিজিৎ দাদা তো থাকবেনই'!
বৃহস্পতিবার রীতিমতো আড্ডার মেজাজে ছিলেন শাহরুখ খান। এক ভক্ত প্রশ্ন করেছিলেন 'জওয়ান'-এর শুটিং-এর সময় এমন কী করেছিলেন কিং খান, যা এর আগে কখনও করেননি? জবাবে তিনি জানান, 'একটা তামিল গানের কিছুটা অংশ নিজে গেয়েছিলাম। চেন্নাই-এর গোটা ইউনিট আমাকে দারুণ উৎসাহ দিয়েছিল!'
উল্লেখ্য, রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অ্যাটলি কুমার পরিচালিত ও শাহরুখ খান অভিনীত ছবি 'জওয়ান' বড়পর্দায় মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর।