গুজরাটের জামনগরের পর, ইতালিতে বসেছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী প্রিওয়েডিং অনুষ্ঠান। এবারেও বিদেশের এই অনুষ্ঠানে বসেছিল তারাদের হাট। বলিউডের প্রথম সারির অনেক তারারাই উড়ে গিয়েছিলেন ইতালি। তবে সকলের নজর নিমেষে ঘুরেছে যখনই ক্রুজে এন্ট্রি নিয়েছেন কিং।
প্রিওয়েডিং- এর অনুষ্ঠানে শাহরুখের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একেবারে নতুন লুকে দেখা গিয়েছে শাহরুখকে। নেভি ব্লু স্যুট পরেছিলেন এবং এটি একটি সাদা স্কার্ফের সঙ্গে শাহরুখ খুলেই রেখেছিলেন চুল। দিনকয়েক আগে কেকেআরের ফাইনালেও তাঁকে এভাবে দেখা যায়নি। শাহরুখের নতুন লুক দেখে অনেকেই তুলনা করেছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারেবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে।