৪ বছর বাদে বড় পর্দায় 'পাঠান'-এর মাধ্যমে কামব্যাক করে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিলেন শাহরুখ খান। ছবিটিতে 'টাইগার-এর চরিত্রে ক্যামিওতে ছিলেন বলিউডের 'ভাইজান' সলমন খানও। শাহরুখ ও সলমনের একসঙ্গে স্ক্রিনে আসার দৃশ্যে আনন্দে ফেটে পড়েছিল আসমুদ্রহিমাচল। সেই আনন্দ বজায় রাখতেই এবার 'টাইগার থ্রি'-এর জন্য নিজের ক্যামিও'র অংশ শুট করতে চলেছেন শাহরুখ খান। জানা গিয়েছে, আগামী এপ্রিল মাসে মুম্বইতেই সেই দৃশ্যগুলি শুট করবেন কিং খান।
'পাঠান'-এর একটি দৃশ্যে টাইগারকে কথা দিয়েছিল পাঠান যে, যে গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে টাইগার সেখানে সাহায্যের প্রয়োজনে পাঠান তার পাশে থাকবে। এবার সেই কথাই রাখতে চলেছে 'পাঠান'!
বক্স অফিসে স্বপ্নের দৌড় অব্যাহত 'পাঠান'-এর। বিশ্বজুড়ে মোট ১,০০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। 'টাইগার থ্রি' রিলিজ করবে ২০২৩ সালের দিওয়ালিতে। ছবিটিতে সলমন খানের সঙ্গেই অপর মুখ্য ভূমিকায় রয়েছেন ক্যাটরিনা কাইফও।