এখনও আশেপাশে পাঠান জ্বর, পাঠান ঝড়! বক্স অফিস কাঁপছে তো বটেই, সেই সঙ্গে ভক্তদের এসআরকে উন্মাদনাও কমার নয়। এরই মধ্যে একটি মিষ্টি ভিডিও পোস্ট করলেন ইরফান পাঠান। তাঁর একরত্তি ছেলে টলো মলো পায়ে নাচছে 'ঝুমে যো পাঠান'-এর তালে।
সেই ভিডিও দেখে আপ্লুত কিং খান। সোজা ইরফানকে লিখলেন, ছেলে তাঁর চেয়ে ওনেক বেশি প্রতিভাবান। তাকে 'ছোটে পাঠান' বলেও সম্বোধন করলেন বাদশা।
শাহরুখের অন্ধ ভক্তদের মনে জমছে হাজারো প্রশ্ন। ধৈর্য নিয়ে সেসব প্রশ্নের উত্তর দিলেন কিং খান।
কেউ পাঠানের হুক স্টেপ নেচে দেখালেন বাদশাকে। দেখে কেমন লাগল তাঁর? বললেন, "তাঁর ভক্ত এমন নাচতে পারে আগে জানলে পাঠানে দীপিকা নয়, সেই ভক্তেরই নাচ থাকত। সাত বছরের খুদে শাহরুখের কাজে নালিশ করল, মা কিছুতেই পাঠান দেখতে নিয়ে যাচ্ছে না। এসআরকে খুদে ভক্তর মাকে ঠিক অনুরোধ করলেন, তিনি যেন তাঁর সঙ্গে ছোট্ট ফ্যানটিকেও নিয়ে যান।