মুম্বই ফিরলেন বলি সুপারস্টার শাহরুখ খান । বৃহস্পতিবার সন্ধেবেলাতেই হাসপাতালে ছাড়া পান কিং খান । তারপরই চাটার্ড বিমানে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন । সঙ্গে ছিলেন গৌরী খান ও সুহানা খানা । মুম্বই বিমানবন্দরের বাইরে ক্যামেরাবন্দী হন তাঁরা । যদিও,শাহরুখ ক্যামেরার সামনে আসেননি । ছাতায় নিজেকে আড়াল করে গাড়িতে উঠে যান তিনি । মন্নতে উদ্দেশে রওনা দেন কিং খান ।
হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার থেকে হাসপাতালে ভর্তি কিং খান । আমেদাবাদের কে ডি হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা । তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই উদ্বেগে ছিলেন ভক্তরা । জানা গিয়েছে, ভাল আছেন অভিনেতা । কিং খানের ম্যানেজার পূজা দাদলানিও জানিয়েছেন, আগের থেকে অনেকটা ভাল আছেন বলি বাদশাহ ।
পূজা দাদলানি এক্স হ্যান্ডেলে লেখেন, 'মিস্টার খানের সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, তিনি ভালো আছেন। এত ভালবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।'
রবিবার আইপিএল-এর ফাইনাল রয়েছে চেন্নাইয়ের চিপকে। এক দশক পর নাইটদের সামনে আইপিএল জয়ের হাতছানি। কিং খানের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু জুহি চাওলা জানিয়েছেন বলিউড বাদশা এখন অনেকটা সুস্থ বোধ করছেন, সব ঠিক থাকলে ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যাবে অভিনেতাকে।