শুধু বক্স অফিসেই নয়। এবার নয়া রেকর্ড করল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি পাঠান (Pathaan)। রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) সংস্কৃতি কেন্দ্রে দেখানো হয়েছে কিং খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি পাঠান। শনিবার এই ছবিটি প্রদর্শিত হয়।
প্রাক্তন রাষ্ট্রপতির ড.এপিজে আবদুল কালামের প্রাক্তন প্রেস সেক্রেটারি, এসএম খান পাঠানের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে পাঠান সিনেমার একটি দৃশ্য। যেখানে শাহরুখ এবং সালমান রয়েছেন। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, রাষ্ট্রপতি ভবনের সংস্কৃতি কেন্দ্রে পাঠান ছবির বিশেষ স্ক্রিনিং।
আরও পড়ুন- কেজিএফ, বাহুবলী-কে টেক্কা, ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ 'পাঠান'-এর
পাঠান নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে। ভারতের বাজার থেকে চতুর্থ দিনে ২১২ কোটির মতো আয় করেছে শাহরুখ খানের 'পাঠান' । বিশ্ব বাজারে যা ইতিমধ্যেই ৩০০ কোটি ছাড়িয়ে গিয়েছে ।