সিনেমা নিয়ে বিতর্ক কম ছিল না । মুক্তির আগে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে 'পাঠান' (Pathaan) বয়কটের রব উঠেছিল । কিন্তু, সারা বিশ্ব এখন 'পাঠান' জ্বরে কাঁপছে । মুক্তির পর থেকে ভোরের শো হোক কিংবা রাত ১১টার শো...সবই হাউজফুল । সিনেমার সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শাহরুখ-ও (Shah Rukh Khan)। খুশি খান পরিবারও । তবে বাবার সিনেমা দেখে একটা বিশেষ কথা বলেছে শাহরুখ পুত্র আব্রাম (Shah Rukh Khan's son Abraham), যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে ।
সম্প্রতি, কিং খান টুইটারে অনুরাগীদের সঙ্গে আস্ক এসআরকে সেশন করেন । সেখানেই সবাই প্রশ্ন করছিলেন শাহরুখকে । তার মধ্যে একটি প্রশ্ন ছিল ‘পাঠান’ দেখে কী প্রতিক্রিয়া দিয়েছে আব্রাম ? অভিনেতা লেখেন, "ও বলল, বাবা, সবই কর্মফল। জানি না হঠাৎ এমন কথা কেন মনে হল । তাতে আমি বিশ্বাস করি ।"
আরও পড়ুন, Pathaan : কেজিএফ, বাহুবলী-কে টেক্কা, ২০০ কোটির ঘরে দ্রুততম প্রবেশ 'পাঠান'-এর
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড় । সব শো হাউজফুল । মাত্র ৩ দিনেই ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে 'পাঠান' । 0 সম্প্রতি, 'পাঠান' বয়কটকারীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন টলিউডের তরুণ তুর্কী ঋদ্ধি সেন(Riddhi Sen's FB Post)। ফেসবুক পোস্টে ঋদ্ধি লেখেন, 'পাঠান চলচ্চিত্র হিসেবে কেমন সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকতে পারে। কারও জঘন্য লাগতে পারে, কারও খুব ভাল । কিন্তু পাঠান এই বয়কট মুভমেন্টের গালে একটা বড় চড়।'