'হার কার জিতনেওয়ালে কো বাজিগর কহতে হ্যায়'...বাজিগর সিনেমায় শাহরুখ খানের এই বিখ্যাত ডায়লগ খারাপ সময়ে সাহস যুগিয়েছে অনেক মানুষকে । নিজের জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন শাহরুখও । বাদশাও কি তখন মনে মনে একবার আওড়ে নিতেন বাজিগরের ডায়লগ ? সম্প্রতি, এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, একটা সময় ঘণ্টার পর ঘণ্টা বাথরুমেই কাটাতেন । শুধু কাঁদতেন । হতাশা তাঁকে ঘিরে ধরেছিল । কোন সময়ের কথা বলেছেন শাহরুখ খান ?
দুবাইয়ে সম্প্রতি গ্লোবাল ফ্রেইট সামিট অনুষ্ঠিত হয় । আরব শহর দুবাইয়ের অনুষ্ঠানে নিজের জীবনের খারাপ-ভাল সময়ের কথা তুলে ধরেন শাহরুখ । করোনার আগে দীর্ঘ ব্যর্থতা দেখেছেন কিং খান । একের পর এক ছবি ফ্লপ । সেইসময় নিজেকে শুধু ঘৃণা করেছেন বাদশা । শাহরুখ জানান, এমনও হয়েছে যখন বাথরুমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছেন । ভেবেছিলেন, তাঁর কেরিয়ার হয়তো শেষ । কেরিয়ারের কথা ভেবে শুধুই চোখের জল ফেলেছেন আড়ালে । সেটা কাউকে বুঝতে দেননি । কিং খানের কথায়, তবে যেটাই ঘটুক না কেন, এটা বিশ্বাস করতে হবে যে পৃথিবী আপনার বিরুদ্ধে বা বিশ্ব আপনার কাজকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, এমনটাও নয় । আর এটা ভেবেই এগিয়ে যেতে হবে । নিজেকে এগিয়ে নিয়ে যেতে বারবার নিজেকে বলেছেন, 'এবার উঠে দাঁড়াও, অনেক হয়েছে এবার এগিয়ে যাও।'
২০২৩ । সাফল্য আসে শাহরুখের কেরিয়ারে । ওই বছরে পরপর তিনটি ছবি ব্লকবাস্টার । 'পাঠান', 'জওয়ান' ও 'ডাঙ্কি'। বাদশাহ-র মতোই কামব্যাক হল । এই বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন কিং খান । কেরিয়ারে তাঁর সাফল্য নিয়ে কথা বলেছেন । কিং খান জানিয়েছেন, সাফল্য এসেছে ৯০-এর দশকে । যে ধরনের সিনেমা তিনি করেছেন, যেমন তুঝে দেখা তো ইয়ে জানা সানাম ...প্রত্যেকে খুব পছন্দ করেছেন । এমনকী ৩০ বছর আগে এই সিনেমা দেখে অনেকে বিয়েও করেন । সুন্দর একটা মুহূর্ত ছিল ।
শাহরুখ আরও জানান, বিনোদন জগতে ৩৫ বছরের অভিজ্ঞতা । তবে, ২৫ বছরে তিনি যে সিদ্ধান্তগুলি নিয়েছিলেন, অভিজ্ঞতার লেন্স দিয়ে সেগুলিকে ফিরে দেখলে এখন আর সেই সিদ্ধান্তগুলি নিতে পারতেন না । হয়ত আজ তিনি যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছতে পারতেন না । সেই পুরনো আমিকে ফিরে পেতে চান শাহরুখ ।
সম্প্রতি, শাহরুখ খান ঘোষণা করেছেন, সিগারেট ছেড়ে দিয়েছেন । কিং খানের অতিরিক্ত সিগারেট খাওয়ার অভ্যাস,ভক্তদের কাছে অজানা নয় । ২০১১ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন, দিনে অন্তত ১০০টি সিগারেট খান । আর প্রায় ৩০ কাপ কালো কফি খান । তবে, সেই শাহরুখই ধূমপান ছাড়ার ঘোষণা করেছেন । কিং খানের ফ্যানক্লাবের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয় । সেখানে কিং খানকে বলতে শোনা গিয়েছে, ভাল খবর একটাই তিনি আর ধূমপান করেন না ।
শাহরুখ খানের আগামী প্রোজেক্ট কিং । সিনেমায় প্রথমবার বাবা-মেয়েকে একসঙ্গে দেখা যাবে । সুজয় ঘোষ পরিচালিত সিনেমায় অভিনয় করবেন শাহরুখ-সুহানা । এদিকে, নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ। প্রযোজনায় শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট । নিজেই সুখবর শেয়ার করেছেন শাহরুখ ।