পরিচালক জোয়া আখতারের হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শাহরুখ খান কন্যা সুহানা খান এবং বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর (The Archies cast) ৷ জোয়ার এই নতুন প্রজেক্টের নাম 'দ্য আর্চিস' ৷ আজ নিজেই তাঁর স্টার কাস্টদের সঙ্গে দর্শকের আলাপ করিয়ে দিয়েছেন জোয়া৷ আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। এর মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে মেয়ে সুহানার উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন কিং খান (King Khan)। সেই বার্তাটিও ভাইরাল (Viral) হয়ে গেল অচিরেই।
আরও পড়ুন: প্রকাশ্যে 'দ্য অর্চিস'-এর প্রথম ঝলক, একই ফ্রেমে সুহানা-খুশি-অগস্ত্য
ওই বার্তায় শাহরুখ খান (Shah Rukh Khan) লেখেন, 'মনে রেখো সুহানা, তুমি কখনও পারফেক্ট হতে পারবে না। তবে নিজস্বতা বজায় রাখার চেষ্টা করে যেয়ো অবিরত। পা'টা মাটিতে রেখো সবসময়। অনেক অপমান সহ্য করতে হবে। অনেক প্রশংসাও পাবে। পর্দায় তুমি তোমার যে অংশটিকে ফুটিয়ে তুলবে, তা চিরকাল তোমার সঙ্গেই থেকে যাবে। অনেকটা পথ পেরিয়ে এসেছ তুমি। আরও এগোবে। তবে, মনে রেখো, মানুষের হৃদয়ে স্থান পাওয়ার প্রচেষ্টাটি বিরামহীন। তা কখনও শেষ হওয়ার নয়। যতটা পারবে হেসে নাও ভাল করে। তারপর লাইট...ক্যামেরা এবং অ্যাকশন'।