কোনও বিয়েবাড়ি না ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, বোঝার উপায় নেই। অনন্ত-রাধিকার বিয়ের উদযাপনে শামিল প্রায় গোটা বলিউড। রাত বাড়তেই তারাদের মাঝে সবচেয়ে বড় তারা, শাহরুখ খান। গৌরীকে নিয়ে এলেন বছরের সবচেয়ে চর্চিত বিয়েতে। অনন্তের কাছে শাহরুখ 'গডফাদার'। প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে সে কথা নিজেই জানিয়েছিলেন নীতা আম্বানি।
জুটিতে একে একে এলেন রণবীর কাপুর, আলিয়া ভাট। যাদের একসঙ্গে দেখলেই বলতে ইচ্ছে করে রব নে বানা দি জোড়ি। অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এ রাহা সমেত রণলিয়াকে দেখা গিয়েছিল জামনগরে।
রাত আরও একটু গড়াতে এলেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ। প্রেগন্যান্সির জল্পনা বাড়ার পর থেকে জনসমক্ষে তেমন আসেননি ক্যাটরিনা। লাল শাড়িতে চমকে দিলেন।
ভাইজান সলমন খান থেকে অজয় দেবগণ সকলেই এসেছেন তারাদের মেলায়, নবদম্পতিদের আশীর্বাদ করতে।