করণ অর্জুনেই প্রথম এবং শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল বলিউডের দুই খান শাহরুখ (Shahrukh Khan) এবং সলমনকে (Salman Khan)। মাঝে ২৭ বছরের বিরতি। ফের একই ছবিতে দুই খান। একটি আদ্যোন্ত অ্যাকশন ফিল্মে দেখা যাবে তাঁদের। হিরোর চরিত্রেই থাকবেন দু'জন। প্রযোজনার দায়িত্বে যশ রাজ ব্যানার (Yash Raj Banner)।
এক সর্বভারতীয় বিনোদন পোর্টালের খবরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। ১৯৯৫ সালের পর তাহলে সত্যিই এক ছবিতে দুই খান? জল্পনা তুঙ্গে। ২০২৩ এর পাঠান এবং টাইগার ৩ শাহরুখ সলমনের বড় রিলিজ। শাহরুখের ছবিতে সলমনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে, আবার সলমনের ছবিতেও ক্যামিও রোলে শাহরুখ।
Rahul-Priyanka : ছেলে সহজকে নিয়ে 'নতুন শুরু' রাহুল-প্রিয়াঙ্কার ! অভিনেতার পোস্টে কীসের ইঙ্গিত ?
আদিত্য চোপড়ার স্বপ্নের প্রজেক্টের জন্য দুই তারকাই নাকিবেশ অনেকদিন সময় ফাঁকা রাখছেন বলেও খবর।