'পাঠান'-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই মুক্তি পাচ্ছে 'জওয়ান' (Jawan)। শাহরুখের (Shahrukh Khan) লুক নিয়ে নানা মন্তব্য আসছে ভক্তদের কাছ থেকে, আর সে সবের উত্তরও দিচ্ছে কিং খান। 'জিন্দা বান্দায়' তাঁকে ভাল লাগেনি, এক শাহরুখ ভক্তের প্রতিক্রিয়ায় বাদশা জানালেন, পরের গানটিতে ভক্ত ঠিক যেমন চান, তেমন ভাবেই দেখা যাবে তাঁকে'।
সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনের বাদশার দিকে ধেয়ে এল একাধিক প্রশ্ন। বার বার উঠল 'জিন্দা বান্দা'-র প্রসঙ্গ। কিং খান তাঁর ট্রেড মার্ক রসিকতা করে এক ভক্তকে বললেন জানান,পরের গানে তাঁর পাজামাটা কেমন হবে সেটা ভক্তই ঠিক করুন।
Jawan Song: ১০০০ মহিলার মাঝেও একাই একশো শাহরুখ, প্রকাশ্যে জওয়ানের প্রথম গান 'জিন্দা বান্দা'
একজন অনুরাগী খানিকটা তির্যক মন্তব্য করে জিজ্ঞেস করেন, এত বয়সেও শাহরুখ জওয়ানের মতো ছবি কেন করছেন? এসআরকের শ্লেষ মাখা উত্তর এল, বোবা সাজার অভিনয়ের জন্য কিন্তু বয়স লাগে না।