বলিউডের পুরুষ তারকাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তাঁদের বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করেন না। এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের বাদশা শাহরুখ খান। 'ডাঙ্কি'র পরে তাঁর নতুন প্রোজেক্ট নিয়ে বলতে গিয়ে কিং খান জানালেন, তিনি এবার তাঁর রিয়েল লাইফের বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করবেন।
নতুন ছবি নিয়ে একটি সাক্ষাৎকারে এসআরকে বলেছেন, মার্চ এপ্রিল নাগাদ নতুন ছবির শ্যুটিং শুরু হবে। ২০২৩ ছিল শাহরুখের জন্য দুর্দান্ত সফল একটি বছর৷ পাঠান এবং জওয়ান হাজার কোটির উপরে ব্যবসা করেছে্। ডাঙ্কিও হিট হতে চলেছে বলেই অনুমান।
ইতিমধ্যেই শাহরুখের আগামী কাজ নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, মেয়ে সুহানার সঙ্গে একটি ছবিতে কাজ করতে পারেন এসআরকে। জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস'-এর মাধ্যমে সদ্য বলিউডে পা রেখেছেন সুহানা।