বিশ্বের সর্বকালের সেরা পঞ্চাশজন অভিনেতার তালিকায় জায়গা করে নিলেন কিং খান। সেই তালিকায় একমাত্র ভারতীয় তিনিই।
দ্য এম্প্যায়ার ম্যাগাজিনের তরফে প্রকাশ করে সেরা ৫০-এর তালিকা। সাধারণ মানুষের ভোটের ভিত্তিতেই তৈরি হয়েছে সেই তালিকা। শাহরুখ খান ছাড়া যাঁরা এই তালিকায় রয়েছেন মার্লোন ব্রান্ডো, টম হ্যাঙ্কস, কেট উইন্সলেটের মত তাবড় অভিনেতারা রয়েছেন সেই তালিকায়। তবে শাহরুখ ছাড়া আর কোনও ভারতীয়ই জায়গা পায়নি সেই তালিকায়।
West Bengal Weather Update: শুক্রবার থেকেই হাওয়া বদল! থাকবে না শীতের আমেজ, গরমেই কাটবে বড়দিন
শাহরুখের উল্লেখযোগ্য কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান-এর মতো বলিউডের হিট ছবির।
দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিক্স প্যাক নিয়ে অ্যাকশন মুডে ফিরছেন তিনি। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’।