দুজনে দেখা হল... তৃণার কাছে মুহূর্তটা ভোলার নয়। ২৮ তম কিফের উদ্বোধনী মঞ্চে সামনে দাঁড়িয়ে এসআরকে। বিশ্বাস করতে পারছিলেন না তৃণা। অভিনেত্রীর হাতে চুম্বনও করলেন কিং খান। জীবনের একটা সেরা মুহূর্ত হয়ে রইল টেলি অভিনেত্রীর।
উদ্বোধনী মঞ্চে শাহরুখের পেছনেই দাঁড়িয়ে ছিলেন কিং খান। পরিচয় করিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য পরিচিতার হাতে চুম্বন করলেন বাদশাহ। এ অনুভূতি বলে বোঝানোর নয়।
কিফের মঞ্চে টেলি জগতের একমাত্র মুখ তাঁরই। শাহরুখ ছাড়াও রানির সঙ্গেও ছবি তুলে ইন্সটায় পোস্ট করেছেন তৃণা। একটা গোটা দিন হয়ে রইল শাহরুখময়। কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলেন, মনেই করতে পারছিলেন না তৃণা।