রাজ্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শিল্প সম্মেলন বিজিবিএস-এর মঞ্চে নিজমুখে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি৷ এত দিন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান। তাহলে কি বলিউড বাদশার সঙ্গে দূরত্ব তৈরি হল মুখ্যমন্ত্রীর?
কিং খানের বদলেই কি সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল? নাকি শাহরুখ এবং সৌরভ দু'জনেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডার থাকবেন? তা এখনও স্পষ্ট নয়। বস্তুত এদিন শাহরুখের প্রসঙ্গ মুখেই আনেননি মুখ্যমন্ত্রী।
Dev: সব ছবিতে একা! ভেনিসে দেবের ভ্যাকেশনসঙ্গী রুক্মিণীই, কী করে বুঝলেন ভক্তরা?
রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, সৌরভকে নতুন দায়িত্ব দেওয়ার নেপথ্যে কি রয়েছে অন্য কোনও কারণ? আগামী ডিসেম্বরে শহরে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জানা গিয়েছে, আমন্ত্রিত থাকলেও অমিতাভ এবং শাহরুখ আসছেন না৷ রাজনৈতিক মহলের জল্পনা, এসআরকে-র ফিল্ম ফেস্টিভ্যালে না আসার সিদ্ধান্তে কি ক্ষুব্ধ হয়েছেন মমতা? সেই কারণেই সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল?
গত মে মাসে বিজেপি শাসিত ত্রিপুরার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন মহারাজ৷ তখন তাঁকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতাদের একাংশ। তার পরে অবশ্য মমতার স্পেন সফরে সঙ্গী হয়েছেন সৌরভ।