অতিমারীতে কোনও রোজগারই ছিল না কিং খানের। সম্প্রতি প্রকাশ্যে এল সেই তথ্য। করোনাকালে মন্নতের একমাত্র রোজগেরে নাকি ছিলেন শাহরুখ (Shahrukh Khan) পত্নী গৌরী খান (Gauri Khan)।
'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এর দ্বিতীয় সিজনে এই তথ্য ফাঁস করলেন করণ জোহর। গৌরী আর করণের কথোপকথনের সময় শাহরুখের এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন করণ। শাহরুখ নিজেই নাকি তাঁকে বলেছেন এই কথা। আর গৌরী যে ঘরের লক্ষ্মী, সে কথাও লুকোননি।
কিং খানের চার্টার্ড অ্যাকাউন্ট নাকি গৌরীর থেকেই শিখতে বলেছেন বাদশাহকে, কীভাবে টাকা জমাতে হয়।