ইংরেজিতে বললে হি ইজ অন দ্য রং সাইড অফ ফিফটি, কিন্তু শাহরুখ ভক্তদের কাছে হি ইজ অলওয়েজ রাইট। আজ ২রা নভেম্বর। শাহরুখ খানের জন্মদিন।
ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগ না থাকলেও দেশের অগণিত শাহরুখ ভক্তের মনে পাকাপাকি জায়গা করে নেওয়া দিন আজ। দেখতে দেখতে ৫৭ টা বসন্ত পার করলেন বলিউডের ‘কিং অফ রোম্যান্স’।
শাহরুখ থেকে কিং খান হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না, কিন্তু তাঁর হয়ে ওঠা সব সমীকরণ পাল্টে দিয়েছিল বলিউডের। সেই প্রথম ভারতের মতো দেশ দেখল, সুপুরুষ হওয়াই হিরো হয়ে ওঠার এক মাত্র শর্ত নয়। কেরিয়ারের সাফল্য এই মানুষটার মাথা ঘুরিয়ে দেয়নি, শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাননি মানুষটা।
দিল্লি, মুম্বই, কলকাতা, কানপুর, আহমেদাবাদ, লখনউ, পুনে এবং সুরাটে ২ নভেম্বর দেখানো হবে DDLJ, শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিম। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটি হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছিল সেই সময়ে। সেই নস্ট্যালজিয়াই বাদশাহের জন্মদিনে শাহরুখভক্তদের উপহার দিচ্ছে পিভিআর।
বাণিজ্যিক সাফল্যই শেষ কথা হয়ে ওঠেনি শাহরুখের ক্ষেত্রে। বলিউডে লিঙ্গ বৈষম্য নিয়েও একাধিকবার মুখ খুলতে দেখা গিয়েছে বাদশাকে। তাই ২ নভেম্বর শুধু এক চিরসবুজ মানুষের বুড়ো হবার দিন তো নয়, হাজার আবেগের মিশেল।