শেষ বার দেখা গিয়েছিল ২০১৮ য়, চার বছর পর ফের পর্দায় কিং খানের জাদু। পিকচার অভি বাকি হ্যায়। শুধু টিজার রিলিজ হয়েছে সবে। শাহরুখের জন্মদিনের সকালেই মুক্তি পেল পাঠানের টিজার। এবং, প্রত্যাশিত ভাবেই, টিজার মুক্তির মাত্র কয়েক মিনিটের মাথায় ভিউ পেরল কয়েক লক্ষ।
পাঠান ছবিতে শাহরুখের লুক সামনে এসেছিল আগেই। টিজার দেখা গেল দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকেও। টিজার বলছে, বহু বছর পর একটা মনে রাখার মতো একশন মুভি পেতে চলেছে বলিউড।
২ নভেম্বর, শাহরুখভক্তদের কাছে রেড লেটার ডে, এমন দিনে বলিউড বাদশার বহু কাঙ্ক্ষিত ছবির টিজারটুকুই যথেষ্ট। মন ভরে গেল ভক্তদের