এখনও অব্যাহত পাঠান ঝড়৷ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ খানের নতুন ছবি। নিজের রেকর্ড নিজেই ভাঙছেন কিং খান৷ তার মধ্যেই শোরগোল শুরু হয়েছে শাহরুখের একটি হাতঘড়ি নিয়ে। দুর্দান্ত সেই ঘড়ির দাম শুনে চোখ কপালে উঠছে অনেকেরই।
সম্প্রতি দীপিকা পাডুকোনের নিজস্ব প্রসাধনী সংস্থার বিজ্ঞাপনে উপস্থিত ছিলেন শাহরুখ। বলিউডের বাদশাকে রূপচর্চার পাঠ দেন দীপিকা। সেই বিজ্ঞাপনে শাহরুখের হাতে একটি নীল রঙের ঘড়ি দেখা গিয়েছে। আপাতত সেটিই আকর্ষণের কেন্দ্রবিন্দু।
শাহরুখের ঘড়িটি ‘অডেমার্স পিগে’ ব্র্যান্ডের। ঘড়িটির দাম প্রায় ৪.৯৮ কোটি টাকা। দাম শুনে চমকে উঠছেন অনেকেই। তবে শাহরুখের শৌখিনতা কিন্তু বহুচর্চিত। তাঁর বাড়ি মন্নতের অন্দরসজ্জার তুলনা নেই। ৪ কোটি টাকার একটি মেকআপ ভ্যানও আছে বাদশার।
Yash Dasgupta's FB account : যশ দাশগুপ্তর ফেসবুক অ্যাকাউন্ট 'হ্যাকড', টুইট করে জানালেন অভিনেতা
৫ কোটি টাকা ছুঁইছুঁই দাম একটি ঘড়ির! মুম্বইয়ের একটি মাঝারি৷ মানের ভালো ফ্ল্যাটও এর চেয়ে কমে হয়ে যায়৷ অবশ্য তিনি তো শাহরুখ খান৷ বলিউডের বাদশা। তাঁকে তো এসবই মানায়।