কিং খান এখন ছবি করেন খুব বেছে বেছে, বেশ কয়েক বছর অন্তর এক একটা ছবি, তাই সে সব নিয়ে শাহরুখ (Shah rukh Khan) ভক্তদের থাকে অধীর অপেক্ষা। ডাংকি (Dunki)-র শুটিং শেষ করলেন বাদশা। নিজেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সৌদি আরব থেকে ভিডিও করে সেই খবর দিলেন ভক্তকূলকে। সঙ্গে ধন্যবাদ দিলেন ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটা মানুষকে। এমন চমৎকার লোকেশনে শুট করতে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ দিলেন সৌদির সরকারকেও।
রাজকুমার হিরানির (Rajkumar Hirani) পরিচালনায় আসছে শাহরুখ খানের ছবি ডাঙ্কি। ভরপুর রোমান্স আছে, কমেডিও আছে ছবিতে।
Madan Mitra: কাতার থেকে মমতা, অভিষেকের জন্য কী উপহার আনলেন মদন?
আগামী বছর, ২০২৩ এর ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির ছবি।