রণবীরের সঙ্গে সঞ্জু হয়েছে, সঞ্জয় দত্তের সঙ্গে মুন্নাভাই, আমিরের সঙ্গে পিকে...তাহলে শাহরুখ খান (Shahrukh Khan) ব্রাত্য? কিং খানের সাংঘাতিক অভিযোগ পরিচালক রাজকুমার হিরানিকে (Rajkumar Hirani) নিয়ে। তবে শাহরুখকে খালি হাতে ফেরালেন না পরিচালক। জানালেন, বাদশাহের জন্য এমন গল্প আছে তাঁর কাছে, যাতে ভরপুর রোমান্স আছে, কমেডিও আছে।
ছবির নাম ডাঙ্কি (Dunki)। আগামী বছর, ২০২৩ এর ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানির ছবি। ছবির কেন্দ্রীয় চরিত্রে ওয়ান অ্যান্ড ওনলি শাহরুখ খান।
এ দিন দুপুরে টুইট করে শাহরুখ জানিয়েছেন, ‘প্রিয় রাজকুমার হিরানি স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লজ বেরোলেন। আপনি শুরু করুন, আমি সময় মতো পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থেকে যাব। অবশেষে আপনার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞ এবং উত্তেজিত। ২০২৩ সালের ২২ ডিসেম্বর সিনেমাহলে আপনাদের সকলের জন্য আসছে- ডানকি।