বলিউডের দুই খানের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। তাঁদের একসঙ্গে পর্দায় দেখবে বলে অপেক্ষায় থাকে দর্শক। এবার সেই আশা সত্যি হল বলে!
সলমন খানের টাইগার ৩ -তে সত্যিই দেখা যাবে কিং খানকে। তবে শুটিং এখনও হয়নি। পিঙ্ক ভিলার খবর বলছে শাহরুখের পরবর্তী ছবি পাঠান মুক্তি পাবে ২০২৩ এ, তারপরই শুরু হবে 'টাইগার ৩'এর শুটিং।
Breast Milk donation: সাত মাসে ৪২ লিটার স্তন্য দান করে রেকর্ড কোয়েম্বাট্যুরের তরুণীর
শাহরুখ-সলমনের সম্পর্কের রসায়ন নিয়ে বলিপাড়ায় চর্চার শেষ নেই। কেউ কেউ বলেন, দুজনের মাঝে নাকি পাহাড় প্রমাণ দূরত্ব। অন্যদিকে আরিয়ান খানকে নিয়ে তৈরি হওয়া বিতর্কে কিন্তু শাহরুখের পরিবারের পাশেই দাঁড়িয়েছিলেন ভাইজান।
সদ্য মুক্তি পেয়েছে পাঠানের টিজার। ছবি নিয়ে বেড়েছে দর্শকের প্রত্যাশা। এবার একই সঙ্গে পর্দায় শাহরুখ-সলমনকে দেখার অপেক্ষা।