প্রিওয়েডিং থেকে শুরু করে অনন্ত-রাধিকার বিয়ে, আশীর্বাদ সবেতেই উজ্জ্বল উপস্থিতি ছিল শাহরুখ খানের। রবিবার রিসেপশনের রাতেও তো তেমনই থাকার কথা ছিল। তাহলে হঠাৎ কী হল? কেন থাকতে পারছেন না কিং খান?
শোনা যাচ্ছে, শুটিং-এর কারণে রবিবার লন্ডনে পাড়ি দিলেন শাহরুখ, মাঝে অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষেই মুম্বই এসেছিলেন, ফের রবিবার সকালেই বলিউড বাদশাহকে চলে যেতে হয়েছে লন্ডনে।
শুক্রবার ডি-ডেতে, শাহরুখ খান গৌরীকে নিয়ে এসেছিলেন বছরের সবচেয়ে চর্চিত বিয়েতে। অনন্তের কাছে শাহরুখ 'গডফাদার'। প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে সে কথা নিজেই জানিয়েছিলেন নীতা আম্বানি। সেই গডফাদারই থাকছেন না রিসেপশনের রাতে। 'গডফাদার'কে নিশ্চয়ই মিস করবেন নবদম্পতি।