U/A সার্টিফিকেট পেল শাহরুখ খানের (Shahrukh Khan) ‘জওয়ান’ (Jawan)। তবে বেশ কয়েকটি দৃশ্যে কাঁচি চালানোর পর ছাড়পত্র দিল সেন্সর বোর্ড।
ছবিতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে বলে শোনা গিয়েছে। তার সময় কমানো হয়েছে। মাথা কেটে ফেলার মতো দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। দেশের রাষ্ট্রপতি কে নিয়ে কোনও সংলাপ ছিল, তাতেও বদল আনা হয়েছে বলে খবর। NSG-র রেফারেন্স দেওয়া হয়েছিল ছবিতে। তাও বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এছাড়াও বেশ কিছু সংলাপ বাদ পড়েছে।
‘পাঠান’ সুপারহিট হওয়ার পর থেকেই প্রত্যাশা বাড়ছে শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’-নিয়ে। ছবির ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ নিয়ে তুমুল হইচই হয়েছে দর্শক মহলে।৭ সেপ্টেম্বর মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত জওয়ান।