চতুর্থ স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহুদিনই । এই মুহূর্তে পরীর ধ্যানজ্ঞান তাঁর একমাত্র ছেলে রাজ্য। সম্প্রতি লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলের ১ বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেন নায়িকা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য তারকারা। কিন্তু একজনকে দেখা গেল না। তিনি পরীর স্বামী শরিফুল রাজ। প্রশ্ন উঠছে ছেলের জন্মদিনে কেন অনুপস্থিত ছিলেন তিনি।
তবে শরিফুল জানান, জন্মদিনের আগেরদিন গিয়ে তিনি রাজ্যের সঙ্গে দেখা করে এসেছেন। কলকাতা থেকে এনে দিয়েছেন উপহার। পরী জানিয়েছিলেন, তিনি সম্পর্ক না রাখলেও রাজ্যের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন রাজ। এই প্রসঙ্গে রাজের বক্তব্য, ‘আমি পরীকে বিয়ে করেছি, বৌ-এর সঙ্গে সম্পর্কটাই আগে। পরে সন্তানের সঙ্গে।’
Jadavpur University: যাদবপুরের পতনের নেপথ্যে 'মুখোশধারীরা', শ্রীলেখা, কমলেশ্বরদের নিশানায় স্বাধীনরা
বহুদিন ধরেই একসঙ্গে থাকেন না রাজ ও পরীমণি । প্রকাশ্যেই আইনি বিচ্ছেদের ঘোষণা করেছিলেন নায়িকা । বর্তমানে ছেলে রাজ্যকে নিয়ে ব্যস্ত রয়েছেন পরী । অন্যদিকে, রাজ তাঁর নতুন ছবির প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন