নতুন বছরের শুরুতেই বাংলাদেশের অভিনেত্রী পরী মণি (Pori Moni) স্বামী শরিফুল রাজের (Shariful Raj) সঙ্গে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। রক্ত মাখা বিছানার ছবি দিয়ে স্বামী এবং শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ এনেছেন গার্হস্থ্য হিংসার। এই ঘটনার দু'দিন পর মুখ খুললেন শরিফুল রাজ। পরী মণির বিরদ্ধে উগড়ে দিলেন একরাশ ক্ষোভ। জানিয়ে দিলেন, তাঁদের সম্পর্ক আর জোড়া লাগবে না।
ঠিক কী বলেছেন শরিফুল?
তাঁর কথায়, বেডরুমের মতো ব্যক্তিগত জায়গা এখন হাটেবাজারে চর্চার বিষয় হয়ে গিয়েছে। পরী এখন যা চাইছে করুক, তাঁকে আটকাবেন না রাজ। একইসঙ্গে তিনি জানান, তিনি এই বিষয়ে কিছু জানতেন না। সেই সময়ে ঘুমোচ্ছিলেন। তিনি আর এই বিষয়ে কোনও চর্চা চান না। গার্হস্থ্য হিংসার অভিযোগও নাকচ করে দিয়েছেন রাজ। জানিয়েছেন, তিনি কোনও ভুল করেননি। আর সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন, এই সম্পর্ক ঠিক হওয়ার নয়।
আরও পড়ুন- কেরিয়ার চুলোয় গেলে যাক! কেরিয়ারের মধ্যগগনে মা হওয়া নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই আলিয়ার
নতুন বছরের শুরুতেই নিজেদের সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিনেত্রী পরীমনি (Pori Moni)। ১ জানুয়ারি ২০২৩ মধ্যরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় রক্তের দাগ লাগা বিছানার ছবি দেন অভিনেত্রী। জানিয়ে দেন, সম্পর্কটা টিকিয়ে রাখার সবরকম চেষ্টা তিনি করেছিলেন। সন্তানের জন্য চেষ্টা করেছিলেন মানিয়ে নেওয়ার। কিন্তু বারবার গায়ে হাত তোলার পর্যায় পৌঁছেলে কোন সম্পর্কই আর টেকে না। এই কারণে এই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।