২৫ জানুয়ারি ২০২৩, সারা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল বলিউডের একটি ছবি নিয়ে।সাড়ে চার বছর পর পর্দায় কিন খানের প্রত্যাবর্তন। তারপর দেশে বিদেশে অগুনতি রেকর্ড গড়েছে 'পাঠান'। সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেল 'পাঠান', প্রথম দিনেই হাউজফুল ছবিটি।
বাংলাদেশের ৪১টা হলে ১৯৮টি করে শো পেয়েছে এই ছবি। বাংলাদেশে এই ছবির পরিবেশক অনন্য মামুদ জানান, ছবি মুক্তির আগেই প্রথম দু’দিনের সব টিকিট অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে। মুক্তির এত দিন পরেও বাংলাদেশের দর্শকের মাঝে ‘পাঠান’ এতটা সাড়া ফেলা তার কাছেও কল্পনাতীত।
Raghav-Parineeti Engagement: সেজে উঠছে পরিনীতির বাড়ি, দিদি প্রিয়াঙ্কা কি আসছেন মার্কিন মুলুক থেকে?
অতীতে বাংলাদেশে তিনটি হিন্দি ছবি রিলিজ করলেও, ২০১৫ সাল থেকে কোনও হিন্দি ছবি মুক্তি পায়নি হাসিনার দেশে। ‘পাঠান’ সেই প্রথা ভেঙে নজির গড়তে চলেছে।