এই সবে ধূমধাম করে বিয়ে হল সোনাক্ষী সিনহা-জাহির ইকবালের। এরই মধ্যে হাসপাতালে ভর্তি হলেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। শোনা যাচ্ছে, অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে আপাতত ভালো আছেন 'বিহারীবাবু'।
সোনাক্ষীর ভিন্ ধর্মে বিয়ে, তাই বিতর্কও হয়েছে প্রচুর। শত্রুঘ্ন সিনহার খাসতালুক পাটনায় বিক্ষোভ হয়েছে এই বিয়ের বিরুদ্ধে। যদিও বিক্ষোভকারীদের সপাটে জবাব দিয়েছেন শত্রুঘ্ন৷ জানিয়েছেন, তাঁর মেয়ে সংবিধান মেনেই বিয়ে করেছেন৷
বিয়ের দিন সকাল থেকে সন্ধ্যার প্রীতিভোজের অনুষ্ঠান, সর্বক্ষণ মেয়ের পাশেই ছিলেন শত্রুঘ্ন৷ কিন্তু তারপরেই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ টানা তিন মাস নির্বাচনী প্রচার, তারপর মেয়ের বিয়ে- জোড়া ধাাক্কায় কাহিল বিহারীবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ভালো আছেন তিনি। তবে কবে বাড়ি ফিরবেন তা এখনও অজানা।