Cannes 2022 : কান চলচ্চিত্র উৎসবে বাঙালির জয়জয়কার, গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেল শৌনক সেনের তথ্যচিত্র

Updated : May 29, 2022 09:28
|
Editorji News Desk

কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2022) বাঙালির জয়জয়কার । এক প্রবাসী বাঙালি পড়ুয়ার তৈরি তথ্যচিত্র তৈরি তথ্যচিত্র পেল গোল্ডেন আই আ্যাওয়ার্ড (Golden Eye Award) । ছবির নাম, 'অল দ্যাট ব্রিদস' (All The Breathes) । একমাত্র ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের 'ল'ওয়েল ডি'অর' পুরস্কারে ভূষিত হয়েছে শৌনক সেনের এই তথ্যচিত্র ।

কান-এ বিশেষ প্রদর্শন বিভাগে ‘অল দ্যাট ব্রিদস’-এর প্রিমিয়ার হয়েছিল । সেখানেই এই ৯০ মিনিটের তথ্যচিত্র বিচারকদের মন জয় করে নেয় । জিতে নেন 'ল'ওয়েল ডি'অর' পুরস্কার বা গোল্ডেন আই অ্যাওয়ার্ড । আর্থিক মূল্যে এই পুরস্কারের সঙ্গে শৌনক পেয়েছেন ৫,০০০ ইউরো । ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪.১৬ লক্ষ টাকা । উল্লেখ্য, ২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ফরাসি লেখকদের একটি গোষ্ঠী ‘ল’ওয়েল ডি‘অর’ পুরস্কার দেওয়ার রীতি চালু করেছে। যার আর এক নাম, ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’।

আরও পড়ুন, Tele Actress Death in Garfa : পল্লবী দে-র রহস্যমৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত ঐন্দ্রিলাকে গরফা থানায় তলব
 

শৌনকের এই তথ্যচিত্রকেই সেরা হিসাবে বেছে নেওয়ার কারণ কী, সেই বিষয়ে ‘ল’ওয়েল ডি‘অর’-এর ওয়েবসাইটে এক বিচারক লিখেছেন, 'এই পুরস্কার এমন এক ছবিকে দেওয়া হয়েছে যা আমাদের মনে করিয়ে দেয় যে এই ধ্বংসাত্মক দুনিয়ায় প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ । ক্যামেরা হাতে আপনি একটি পাখির জীবনও বাঁচাতে পারেন ।'

কান চলচ্চিত্র উৎসবের আগেও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে শৌনকের ছবি । কানে প্রদর্শিত ‘অল দ্যাট ব্রিদস’ তাঁর দ্বিতীয় তথ্যচিত্র । এর আগে ‘সিটিস অব স্লিপ’ নামে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৌনক ।

ছবির গল্প কী নিয়ে ? দিল্লির প্রত্যন্ত গ্রাম ওয়াজিরাবাদে একটি পরিত্যক্ত বেসমেন্টে থাকেন দুই ভাইবোন । তাঁদের জীবন ঘিরেই এগিয়েছে ছবির কাহিনি । তবে দুই ভাই-বোনেরই অদ্ভুত নেশা রয়েছে । তাঁরা আহত পাখি, বিশেষত কালো চিল উদ্ধার করে শুশ্রূষা করেন । তারই সূত্রে গল্প মোড় নেয় অন্য খাতে।

Golden Eye AwardCannes 2022

Recommended For You

editorji | বিনোদন

Movie Vamini : বালুরঘাটে নতুন ভাইরাস, অন্ধকার জগতের মুখোশ কি খুলতে পারবেন প্রিয়াঙ্কা-তথাগতরা? আসছে ভামিনী

editorji | বিনোদন

Vijay - Tamannaah : মন ভেঙেছে তামান্নার! বিজয়ের আগে আর কার কার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর?

editorji | বিনোদন

Vijay - Tamannaah : গার্লফ্রেন্ডের থেকে হাত খরচ পেতেন বিজয় বর্মা! কার কার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর?

editorji | বিনোদন

Vijay - Tamannaah : পিঙ্কসিটিতে একা বিজয়, বিয়ে ভাঙার পর কী বললেন তামান্না?

editorji | বিনোদন

Women's Day 2025 : বলিউডের প্রথম নায়িকা পুরুষ ! ট্যাবু ভেঙে কোন অভিনেত্রী বিপ্লব আনেন বিনোদন জগতে ?