প্রকাশ্যে এল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে (Mujibur Rahman) নিয়ে নির্মিত 'মুজিবঃ দ্য মেকিং অফ আ নেশন' ছবির অফিসিয়াল ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর পুরো জীবনের এক ঝলক। ট্রেলারটি ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার দেখানো হল।
ফ্রান্সে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত এবং বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশাসহ অনেকেই।
কানের মঞ্চে এক টুকরো রাজস্থান, ঘুমর এর তালে নেচে উঠলেন দীপিকা, তমন্না, ঊর্বশীরা
শ্যাম বেনেগাল (Shyam Benegal) পরিচালিত ছবিটির সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।
প্রসঙ্গত, শ্যাম বেনেগাল পরিচালিত, নেতাজী, মহাত্মা গান্ধীর বায়োপিক এর আগে সারা বিশ্বেই প্রশংসিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শ্রদ্ধার্ঘ্যস্বরূপ আরো- একটি ছবি বানাচ্ছেন গৌতম ঘোষ।