কোভিড পরবর্তী সময়ে বিনোদনের নতুন ঠিকানা ওটিটি। বলিউডের বড় বড় তারকাদের প্রায় সকলেরই ওটিটি-তে খাতা খোলা হয়ে গিয়েছে। করিনা কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন কেউওই ব্যতিক্রম নন। এদের মধ্যে অনেকেই আবার আকাশ ছোঁয়া পারিশ্রমিকও নিয়েছেন ওয়েব সিরিজ বা ওটিটিতে রিলিজ হওয়া ছবির জন্য।
‘ফ্যামিলি ম্যান ২’-এর বিপুল সাফল্যের পর সামান্থা রুথ প্রভু ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেতেন। ‘সিটাডেল’-এর জন্য সামান্থা নাকি প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। তবে করিনা কাপুরের পারিশ্রমিককে ছাপিয়ে যেতে পারেননি কোনও ভারতীয় অভিনেতাই। সুজয় ঘোষ পরিচালিত ‘জানে জান’--এর জন্য করিনা প্রায় ১৫-১৮ কোটি টাকা নিয়েছেন। কিন্তু 'নেটফ্লিক্স' ছবি 'জানে জান' কিন্তু ছবি হিসেবে ততোটাও হিট হয়নি। মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকের তরফে।
Konnagar Murder: বান্ধবীর সঙ্গে সমকামী সম্পর্কে ছিলেন কোন্ননগরে সন্তান খুনে অভিযুক্ত মা
ওটিটি বলে নয়, করিনা নাকি বড়পর্দায় রিলিজ হওয়া ছবির জন্যেও ন্যূনতম ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েই থাকেন। কখনও বা তার চেয়েও বেশি।