তাঁর কেরিয়ারগ্রাফ চড়চড় করে ঊর্ধ্বমুখী ছিল না কোনোদিনই। তবে শেহনাজ গিলের (Shehnaaz Gill) ফ্যানবেস বলিউডের অনেক নামি দামি তারকার চেয়ে বেশি মজবুত। আজ ২৯ বছর পূর্ণ করলেন শেহনাজ। তাঁর অনুরাগীরা বিশেষ দিনটিতে অভিনেত্রীকে ভরিয়ে দিলেন ভালবাসায়, শুভেচ্ছায়।
বিগবস সিজন ১৩ (Bigboss season 13) এ জয়ী না হয়েও বিপুল জনপ্রিয় হয়েছিলেন শেহনাজ। আর জনপ্রিয় হয়েছিল সিডনাজ জুটি। সিদ্ধার্থ শুক্লার (Siddharth Shukla) আকস্মিক মৃত্যু রাতারাতি পাল্টে দিয়েছিল শেহনাজ ওরফে সানার জীবন। দীর্ঘদিন প্রকাশ্যে আসেননি অভিনেত্রী।
সিদ্ধার্থের মৃত্যুর পর ইনস্টায় প্রথম পোস্ট শেহনাজের, কী লিখলেন অভিনেত্রী ?
সিডনাজ অনুরাগীরাও জন্মদিনে সানাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শোনা যাচ্ছে বিগ বস ১৫ এর ফাইনালের মঞ্চে সানাকে দেখা যাবে স্পেশাল পারফরম্যান্স করতে। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে শ্রদ্ধা জানাবেন শেহনাজ।