মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালত দ্বিতীয় হিন্দি ছবি শেরদিল (Sherdil)। ছবি নিয়ে আলোচনা ছিলই আগে থেকে। শেরদিলের প্রধান ভূমিকায় দেখা যাবে মির্জাপুর, ক্রিমিনাল জাস্টিস খ্যাত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)কে। সোমবার কলকাতা শহরে হয়ে গেল সেই ছবিরই সাংবাদিক বৈঠক।
সিনেমা তৈরি হওয়াটা একটা জার্নি, একটা সফর। লাইট-ক্যামেরা-অ্যাকশনের আড়ালে এই সফর আসলে পরিচালক আর অভিনেতার মাঝে এক অদৃশ্য কথোপকথন, যার খোঁজ অধিকাংশ সময়েই দর্শকেরা রাখেননা, সেই সফরেরই বেশ খানিকটা এ দিন পরিচালক সৃজিত ভাগ করে নিলেন সবার সঙ্গে।
জানালেন, অভিনেতা পঙ্কজ কখনও বুঝতেই দেননি, তিনি একজন সুপারস্টার। শহুরে 'ইন্ডিয়া'র বাইরে 'ভারত'এর খোঁজটা পরিচালককে দিয়েছেন পঙ্কজ-ই, অকপট স্বীকারোক্তি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের।
Father's Day: নেমসেকের ইরফান তো আমাদেরই বাবা, যিনি শেখালেন, মুহূর্ত বন্দি হয় মনে, ক্যামেরায় নয়
উত্তরপ্রদেশের পিলভিটের সত্যি ঘটনা থেকেই অনুপ্রাণিত এই ছবির গল্প। মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, মানুষের সঙ্গে বন্যের সম্পর্কের গল্প। আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। পঙ্কজ কাপুর ছাড়াও এই ছবিতে রয়েছেন, নীরজ কবি, সায়নী গুপ্তারা।
শেরদিলের জন্য গান রচনা করেছেন গুলজার। কেকের জীবনের একেবারে শেষ দিককার রেকর্ডিরও এই ছবির-ই গান।