হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত শুক্রবার ‘বহুরূপী’র শুটিং ফ্লোরে শট দিতে গিয়ে মেরুদণ্ডে চোট পেয়েছিলেন, ভর্তি ছিলেন বাইপাস সংলগ্ন হাসপাতালে। রবিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন শিবপ্রসাদ।
সোমবার ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে শিবপ্রসাদ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। চলচ্চিত্র জগতের অনেকেই তাঁর খোঁজ নিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে পরিচালক লিখেছেন, আপাতত কয়েকদিন 'বহুরূপী'-র শুটিং বন্ধ থাকছে।
নন্দিতা রায় এবং শিবপ্রসাদের নতুন ছবি 'বহুরূপী'তে মুখ্য ভূমিকায় আছেন আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। ব্যারাকপুরে একটি অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফ দেওয়ার সময় সহকর্মীর ধাক্কায় কোমরে চোট পেয়েছিলেন শিবপ্রসাদ।