অভিনয় থেকে পরিচালনায়, সবেতেই বহু আগেই হাত পাকিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবার কি ফিটনেসে মন দিলেন? আমূল বদলে গিয়েছেন লাইফস্টাইল। ভাত থেকে মুড়ি, ডায়েট থেকে সব বাদ! ১০ কিলো মেদ ঝরিয়ে এখন তিনি ঝরঝরে! এতসব কীসের জন্য? অনেকেই বলছেন কৌশানী মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন বলেই প্রাণপাত পরিশ্রম করেছেন শিবু।
অভিনেতা-পরিচালককে জিজ্ঞেস করলে বলেছেন, 'আমার বস', এবং 'বহুরুপী' দুই ছবিতে অভিনয়ের জন্যই রোগা হতে হয়েছে। ৭৬ কিলো থেকে ওজন কমিয়ে ৬৬তে এনেছেন, আরও ২ কিলো মেদ ঝরানোর ইচ্ছে।
শুধু ডায়েট করেই ক্ষান্ত হননি, নিয়মিত ওয়র্ক আউট করতে হচ্ছে শিবপ্রসাদকে। চলতি বছর পুজোয় মুক্তি পাচ্ছে 'বহুরূপী'।