প্রায় দু'দশক পর আবার এক ছবিতে কাজ করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস। 'ম্যাডাম সেনগুপ্ত' ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে তাঁদের। সেই ছবিতেই গান গাইবেন 'জওয়ান' খ্যাত গায়িকা শিল্পা রাও। এর পেছনে রয়েছে অনুপম রায়ের হাত। অনুপমই রাজি করিয়েছেন শিল্পাকে।
বাংলায় শিল্পা আগে প্লে ব্যাক করলেও জওয়ান-এর পর এই প্রথম শিল্পা বাংলায় গাইবেন, সেই গানে লিপ দেবেন ঋতুপর্ণা।
২০০৬ সালে 'অনুরণন' ছবিতে ঋতুপর্ণা এবং রাহুলের অসাধারণ অভিনয় বাংলা ছবির মাইলফলক হয়ে রয়েছে৷ ১৮ বছর পর আবারও বড় পর্দায় তাঁদের জুটি দেখবেন বাঙালি দর্শক।
পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন ছবি 'ম্যাডাম সেনগুপ্ত'। ২০০৬ সালে 'অনুরণন' ছবিতে ঋতুপর্ণা এবং রাহুলের অসাধারণ অভিনয় বাংলা ছবির মাইলফলক হয়ে রয়েছে৷ ১৮ বছর পর আবারও বড় পর্দায় তাঁদের জুটি দেখবেন বাঙালি দর্শক।
ঋতুপর্ণা, রাহুল ছাড়াও এই ছবিতে কাজ করবেন অনন্যা চট্টোপাধ্যায়। থাকবেন সুব্রত দত্ত। ঋতুপর্ণা বলেছেন, "ম্যাডাম সেনগুপ্ত নামটি শুনলেই মনে হয় এর মধ্যে রহস্যজনক কিছু বিষয় আছে। ছবিটি থ্রিলার।" এবার দেখার ঋতু আর রাহুলের যুগলবন্দি নতুন করে বাঙালি দর্শকের হৃদয়ে অনুরণন তুলতে পারে কিনা।