কোন হোটেলে চলত শিল্পার পতি রাজ কুন্দ্রার পর্ন ছবি শ্যুটিং? তা জানাল মুম্বই পুলিশের সাইবার শাখা। পর্নোগ্রাফি মামলায় নয়া তথ্য সামনে আনল পুলিশ। পুলিশ সূত্রের খবর, মুম্বই শহরাঞ্চলের বেশ কিছু ডিলাক্স হোটেলে চলত এই ছবির শ্যুটিং। এছাড়াও শহরের পাঁচটি নাম করা পাঁচতারা হোটেলে রয়েছে পুলিশের তালিকায়। শুধু হোটেলের তালিকা নয় পুলিশের হাতে এসেছে ওটিটি প্ল্যাটফর্মের তালিকাও।
গত বছর পর্ন ছবি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। জেলে ২ মাস থাকার পর জামিনে বাইরে আসেন তিনি। এই মামলায় নাম জড়ায় মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ারও ।
তদন্ত এগোতেই নতুন নতুন তথ্য সামনে আসছে। পুলিশ সূত্রের খবর, রাজ ও তাঁর সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে 'হটশটস' নামক অ্যাপে আর্থিক লেনদেনের তথ্য পেয়েছিল পুলিশ। সেই তথ্য অনুযায়ী, ২০২০-র অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লক্ষ টাকা আয় করেন রাজ কুন্দ্রা।
২০২১-২২ সালে তার আয় হয় ৩৬ কোটিরও বেশি। চলতি বছর আরও বেশি আয়ের আশা করেছিল এই সংস্থা। কিন্তু তার আগেই আইনি জটিলতা তৈরি হয় ।