দু মাস, হ্যাঁ ঠিক দু মাস আগে শুটিং এর সময় পা ভেঙ্গে যায় শিল্পা শেট্টির। টানা অনেক দিন হুইল চেয়ারে কাটিয়ে, অবশেষে সুস্থ অভিনেত্রী। আট সপ্তাহের কঠিন এই লড়াইয়ের গল্প সোশ্যাল মিডিয়ায় খুলেই বললেন শিল্প।
দীর্ঘ একটি পোস্ট সমেত ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। জানিয়েছেন পা ভাঙ্গায় শারীরিক কষ্ট যতটা ছিল, ঠিক ততটাই ছিল মানসিক যন্ত্রনাও। তাঁর মতো ফিটনেস ফ্রিক আট সপ্তাহ ধরে বিছানায় শোয়া। কিন্তু সব লড়াই সহজ করেছে মেয়েও সমিশার উপস্থিতি। প্রতিটা ফিজিওথেরাপি সেশনে সমিশা এসে মনে করিয়ে দিত, মায়ের কোলে ওঠার জন্য অপেক্ষা করে আছে সে। ক্ষণে ক্ষণে জানিয়ে দিত, মা কে কতটা ভালবাসে।
কাছের মানুষের এই সব কিছু অনেক তাড়াতাড়ি সুস্থ করেছে অভিনেত্রীকে। কিন্তু, যারা অন্যের সাহায্য খুঁজছেন, মানসিক যন্ত্রনা থেকে বেরোতে, তাঁদের প্রতি অভিনেত্রীর বার্তা, মনের অবহেলা না করে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া।