Shovan-Sohini Wedding: ‘নতুনের মতো যেনো কেউ’, শোভন সোহিনীর বৃষ্টিস্নাত গায়ে হলুদ

Updated : Jul 19, 2024 18:59
|
Editorji News Desk

গত ১৫ জুলাই শহর থেকে কিছুটা দূরে বাওয়ালি ফার্মহাউসে চার হাত এক হয়েছিল শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকারের। বাছা কয়েকজন কাছের বন্ধু আর আত্মীয়দের উপস্থিতিতে দেখা হওয়ার দিনেই ঘর বেঁধেছেন টলিপাড়ার এই নতুন জুটি।  বুধবার দুপুরে শোভনের বেলুড়ের বাড়িতে ঘরোয়া ভাবে তাঁদের রিসেপশনের আয়োজন ছিল। ধীরে ধীরে সামনে আসছে জুটির বিশেষ দিনের আরও ছবি।  


বিয়ের সেদিন সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি। বিয়ের দিন তিনেক পর, শোভন সোহিনীর বৃষ্টিস্নাত গায়ে হলুদের ছবি ভাইরাল। বাওয়ালি রাজবাড়িতে বিয়ের দিন সকালে একসঙ্গেই হয় বর কনের গায়ে হলুদ। বৃষ্টিতেই ভিজতে ভিজতে হলুদ মেখেছেন দুটিতে। সোহিনীর পরনে সাদা লাল পাড় আটপৌড়ে শাড়ি। শোভন পরেছিলেন এক রঙা লাল পাঞ্জাবি সঙ্গে সাদা ধুতি। বরের গলায় নজর কেড়েছে গাঁদা ফুলের মালা। বন্ধুবান্ধবের পুষ্পবৃষ্টিতে সোহিনীর চুলেও বিঁধে রয়েছে কুচি কুচি ফুল। ততক্ষণে নতুন শাঁখা পরে ফেলেছেন সোহিনী। সোহিনীর সঙ্গে হলুদ মাখা বৃষ্টি ভেজা একটি ছবি পোস্ট করে শোভন লিখেছেন, ‘নতুনের মতো যেনো কেউ’


উল্লেখ্য, টলিপাড়া থেকে উপস্থিত ছিলেন, সৌরভ-দর্শনা। দর্শনার শেয়ার করা একটি গ্ৰুপ ফটোতে দেখা গেল উপস্থিত ছিলেন প্রান্তিক-অঙ্কিতা। ছিলেন সোহিনীর কাছের বন্ধু ইন্দ্রাশীষ, ছিলেন রণিতাও। সোহিনী শোভনের শুভদিনে উপস্থিত ছিলেন শ্রীজাত এবং দুর্বাও, বিয়েবাড়িতে গিয়েছিলেন সোহিনীর বন্ধু উষসী চক্রবর্তীও। 

Shovan Ganguly

Recommended For You

editorji | বিনোদন

Dev-Rukmini : নতুন বছরে বড় ঘোষণা দেবের, চমক দিলেন রুক্মিণীও, তবে কি বিয়ে ?

editorji | বিনোদন

Tollywood Resolution: কেউ ছাড়তে চান সিগারেট কেউ বা নেগেটিভিটি,নতুন বছরে স্বস্তিকা,পরম,ঋতদের রেজোলিউশন কী?

editorji | বিনোদন

Armaan Weds Aashna: বছরের শুরুতেই ঘর বাঁধলেন আরমান-আশনা, রূপকথার মতো চোখ জোড়ানো ছবি ভাইরাল

editorji | বিনোদন

Jeet: নতুন বছরে আসছে 'Lion', ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে টলিউডে জিতের গর্জন

editorji | বিনোদন

Arun Roy Passes Away : নতুন বছরে থামল লড়াই, প্রয়াত 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়, শোকপ্রকাশ দেব, কিঞ্জলের