শোভন-সোহিনী প্রেমে আছেন । প্রথম দিকে লুকোচুপি থাকলেও, দু'জনের প্রেমের জল্পনায় সিলমোহর প্রায় পড়ে গেছে। এখন এক্কেবারে খুল্লামখুল্লাই প্রেম করছেন তাঁরা। বিদেশে যে একসঙ্গেই গেছিলেন শোভন সোহিনী, তা একরকম ওপেন সিক্রেট।
Kartik Aryan: তিলোত্তমায় কার্তিক, মঙ্গল থেকেই কলকাতার অলিতে-গলিতে টিম ভুলভুলাইয়া
এবার টলিপাড়ায় জোর গুঞ্জন, আর বিলম্ব নয়। খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন সোহিনী। আজকাল সোহিনীর ফেসবুক ছবিতে নানা মন্তব্যও করেন শোভন। দিন কয়েক আগে আবার নেটবাসীর চোখে পড়েছে, শোভনের অনামিকায় নতুন আংটি। আর এতেই কেউ কেউ বলছেন, শোভন-সোহিনীর বাগদান সারা, এবার শুধু বিয়ের অপেক্ষা।